ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা-যমুনার চরে বাদামের ফলন বিপর্যয়

প্রকাশিত: ২০:০৯, ২১ মে ২০১৬

পদ্মা-যমুনার চরে বাদামের ফলন বিপর্যয়

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পদ্মা-যমুনার চরাঞ্চলে এবার বাদামের ফলন বিপর্যয় ঘটেছে। চলতি মওসুমে পদ্মা ও যমুনার চরের ২৭ হাজার একর জমিতে বাদাম চাষ হয়েছিল। বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৬ হাজার ৫০০ মেট্রিক টন। তবে বৈরি আবহাওয়ার কারণে ফলন বিপর্যয়ে এবছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। জেলার বেড়া উপজেলার চরাঞ্চল ঘুরে দেখা গেছে, বৈরি আবহাওয়ার কারণে এবছর বাদামের ফলন ভাল হয়নি। উজানের ঢলে যমুনা নদীতে পানি বাড়ছে। নিম্ন এলাকার বেশ কিছু বাদামের ক্ষেত পানিতে ডুবে গেছে। কৃষকেরা জমি থেকে বাদাম তুলছেন। কৃষাণি ও কিশোর-কিশোরিরা গাছ থেকে বাদাম ছাড়িয়ে স্তুপ করে রাখছে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা জমি থেকে বাদাম হাটে নিয়ে বিক্রি করছেন। জোতদার ও বিত্তবান চাষিরা বাদাম শুকিয়ে গোলাজাত করে রাখছেন। এছাড়া অফ সিজনে বেশি দামে বিক্রির আশায় অনেক ব্যবসায়ী বাদাম কিনে মজুত (বাধাই) করছেন। পাবনা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ বছর আবহাওয়ার কারণে বাদামের দানা পুষ্ট হয়নি। তাই ফলন বিপর্যয় ঘটেছে।
×