ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় গ্রীণ এনার্জি ও জব মেলার সমাপ্তি

প্রকাশিত: ২১:০৭, ২১ মে ২০১৬

গাইবান্ধায় গ্রীণ এনার্জি ও জব মেলার সমাপ্তি

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ গাইবান্ধায় গ্রীণ এনার্জি ও জব মেলা শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। উল্লেখ্য, গাইবান্ধা পৌর পার্কে অনুষ্ঠিত ওই মেলায় সৌর বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি এবং এনার্জি সেভিং ল্যাম্প এবং জব সংক্রান্ত ১০টি প্রদর্শনী স্টল খোলা হয়। বিপুল সংখ্যক মানুষ দিনব্যাপী এই মেলার প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন। উল্লেখ্য, দিনব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। এসডিআরএস এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইডকলের অপারেশন হেড এসএম মনিরুল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধা পৌর পার্ক কে সমাজ উন্নয়ন পল্লী সংস্থা এসডিআরএস এর পক্ষ থেকে সৌর বিদ্যুৎ এর আওতায় আনার ঘোষণা দেয়া হয়।
×