ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা সিভিল সার্জন অফিসের দরপত্রের ফলাফল পাল্টানোর চেষ্টা

প্রকাশিত: ২১:০৮, ২১ মে ২০১৬

গাইবান্ধা সিভিল সার্জন অফিসের দরপত্রের ফলাফল পাল্টানোর চেষ্টা

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ সিভিল সার্জন গাইবান্ধার অধীনে ২০১৫-২০১৬ অর্থ বৎসরের ইপিআই আউট রীচ কেন্দ্রের জন্য প্লাষ্টিক চেয়ার, টেবিল, কেরিং ব্যাগ ও সাইনবোর্ডসহ মোট ৪টি আইটেমের দরপত্রের ফলাফল পাল্টানোর অপচেষ্টা চালানো হচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারদের পক্ষ থেকে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে প্রদত্ত এক লিখিত অভিযোগে এ তথ্য জানানো হয়। অভিযোগে জানা গেছে, গত বুধবার গ্রহণের পর যাচাই বাছাই করে আরোপিত দরপত্রের শর্ত অনুসারে কাগজপত্র ও নমুনা অনুযায়ী ৩টি দরপত্র বৈধ পাওয়া যায়। আধুনিক হাসপাতাল রোডের মেসার্স সাইফুল ব্রাদার্স, বগুড়ার মেসার্স সরকার ড্রাগ, বগুড়ার মেসার্স লিমন কনস্ট্রাকশন মালতি নগর। উল্লেখিত ৩টি দরপত্রের মধ্যে মেসার্স সাইফুল ব্রাদার্স এর দর ৪টি আইটেমই সর্বনিম্ন হওয়ায় গত ১২ মে দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক ওই দরপত্রটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কিন্তু দরপত্র লাভে ব্যর্থ হয়ে মেসার্স লিমন কনস্ট্রাকশন ও মেসার্স সরকার ড্রাগের পক্ষ থেকে গাইবান্ধার জনৈক ঠিকাদার নানাভাবে প্রভাব খাটিয়ে এবং অর্থের বিনিময়ে দরপত্রের ফলাফল পাল্টানোর জোর তৎপরতা চালাচ্ছেন। ফলে কৃতকার্য ঠিকাদার মেসার্স সাইফুল ব্রাদার্সকে ওই কাজের ওয়ার্ক অর্ডার প্রদান নানা অজুহাতে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
×