ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে রোয়ানু’র প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ২১:০৮, ২১ মে ২০১৬

চরফ্যাশনে রোয়ানু’র প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চলসহ উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার কুকরী-মুকরী, ঢালচর, পাতিলা, সিকদারের চর, চরহাসিনা, চরফারুকী, চর লক্ষী, বেড়ি বাধেঁ বাহিরের অংশের দক্ষিণ আইচা, চর আইচা, জাহানপুর, চর ফকিরাসহ প্রায় অর্ধশতাধিক চর ৪/৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ওইসব চরের প্রায় দুই শতাধিক কাঁচা ঘর বাড়ি জোয়ারের পানির ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে শতাধিক গবাদী পশু। পানি বন্দি হয়ে পড়েছে লাখ মানুষ। ঢালচর ইউপি চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে পুরো এলাকার মানুষ আতংকিত। জোয়ারে পানিতে ৯টি ওয়ার্ডের বেশীরভাগ এলাকা তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারও মানুষ। এলাকার একশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক গবাদি পশু জোয়ারের পানিতে ভেসে গেছে। এ দুই চরে দু’টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র থাকলেও সেখানে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। চর কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান মো. হাসেম মহাজন জানান, রোয়ানু’র প্রভাবে অতি জোয়ারের পানিতে কুকরী-মুকরী ইউনিয়নের অধিকাংশ এলাকার প্লাবিত হয়েছে।
×