ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় পুলিশের ধাওয়া

প্রকাশিত: ২২:১৬, ২১ মে ২০১৬

সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় পুলিশের ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় পুলিশ ও এলাকাবাসীর বাধার মুখে অবৈধ সংযোগ প্রদানকারীরা পালিয়ে গেছে। শনিবার ভোর রাতে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ী কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। এ সময় হেমায়েতপুর এলাকার অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী খোকন ও জাহাঙ্গীর পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পাঁচ দিন ধরে হেমায়েতপুরের বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার হিড়িক চলছে। এলাকাবাসীর অভিযোগ, রাতের আঁধারে ওইসব গ্যাস সংযোগের সময় শ্রমিকরা পুলিশের হাতে ধরা পড়লেও চক্রটি মোটা অংকের টাকা দিয়ে ছাড়া পেয়ে আবারও গ্যাস সংযোগ দেয়ার চেষ্টা করে। তিতাস গ্যাসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে এলাকায় শক্তিশালী এ চক্র অবৈধ গ্যাস সংযোগ দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে সাভার তিতাস গ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
×