ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি জেলায় ঘুর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে

প্রকাশিত: ২২:৩২, ২১ মে ২০১৬

ঝালকাঠি জেলায় ঘুর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় ঘুর্ণিঝড় রোয়ানু প্রভাবে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে দমকা বাতাসের কারণে ৩ দিন ধরে অভিশ্রান্ত বৃষ্টির কারনে মাটি আলগা হয়ে কিছু গাছপালা উপড়ে পরেছে। সকর্ততা মূলক ব্যবস্থা হিসেবে সরকারী উদ্যোগে নদী সংলগ্ন এলাকা থেকে মানুষজনকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ঝালকাঠিতে ৫টি উদ্ধারকারী টিম ও ৪০টি মেডিকেল টিম তৈরি রাখা হয়েছে। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালীয়া এলাকায় ৩-৪টি স্থানে বেরিভাদ ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবর মধ্যরাত থেকে এই রিপোর্ট প্রেরণকালিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সর্বশেষ জেলার ৪টি উপজেলায় ১ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেয়া হয়েছে। ঝালকাঠি পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার কাউন্সিলরদের নিয়ে সরজমিনে শহর এলাকা ঘুরে ঘুরে মানুষকে নিরাপদ আশ্রয় নেয়ার জন্য অবহিত করেছেন।
×