ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গিরা একটি মহলের ইন্ধনে নীলফামারীতে মানুষ হত্যা করছে

প্রকাশিত: ২২:৪১, ২১ মে ২০১৬

জঙ্গিরা একটি মহলের ইন্ধনে নীলফামারীতে মানুষ হত্যা করছে

স্টাফ রির্পোটার,নীলফামারী ॥ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন-রংপুর অঞ্চলে আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এখনই শক্ত হাতে তাদের দমন করতে হবে। ইসলামের ভুল ব্যাখা দিয়ে একটি ক্যু-চক্রি মহল তাদের মানুষ হত্যায় লেলিয়ে দিয়েছে। তারা এই সোনার বাংলাদেশ দেশটি জঙ্গিবাদের দেশে পরিনত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তিনি -জঙ্গিবাদ দমনে রংপুর বিভাগের কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের স্বত;ফুর্তভাবে এগিয়ে এসে পুলিশ বাহিনীর সদস্যদের সার্বিকভাবে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি কমিউনিটি পুলিশিং কমিটির সভাগুলোতে জঙ্গিবাদের কুফল স¤পর্কে এলাকাবাসীকে অবহিত করারও উপরও গুরুত্ব দেন তিনি। ডিআইজি জানান রংপুর অঞ্চলে এ পর্যন্ত যে সব জঙ্গী পুলিশের অভিযানে আটক হয়েছে তারা সকলে জিজ্ঞাসাবাদে সু-স্পষ্টভাবে বলেছে হত্যা মিশনে তারা নির্দেশ পালন করেন। কিন্তু নির্দেশদাতা কে তাকে তারা চেনে না। ফলে স্পষ্ট হয়ে উঠেছে নির্দেশ দাতারা এ দেশীয় একটি ক্যু-চক্রি মহল। আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা কমিউিনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
×