ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক লাঞ্চিতকারীদের গ্রেফতার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

প্রকাশিত: ২২:৫১, ২১ মে ২০১৬

নারায়ণগঞ্জের প্রধান শিক্ষক লাঞ্চিতকারীদের গ্রেফতার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিতকারীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখা। শনিবার সকালে শহরের নিরালা মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, জেলার ১২টি উপজেলার সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে লাঞ্চিতকারী এমপি সেলিম ওসমানের এমপি পদ বাতিল এবং তার গ্রেফতারের দাবি জানান। প্রধান শিক্ষককে বহাল রাখায় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। এদিকে গোপালপুর উপজেলায় শনিবার দুপুরে ‘সচেতন শিক্ষক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। খন্দকার আসাদুজ্জামান একাডেমির অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাবের নেতৃত্বে থানাব্রীজ চত্ত্বরে আধঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার, সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জোবায়েরুল হক, পাকুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহাম্মদ আলী, বড়শিলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অর্ধশতাধিক শিক্ষক অংশ গ্রহন করে।
×