ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপিকে নিতে হবে: ড. মোশাররফ

প্রকাশিত: ২৩:২৭, ২১ মে ২০১৬

গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপিকে নিতে হবে: ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপিকে নিতে হবে। দেশে আবার জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত: রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ জন্য তাদের কোনো জনসমর্থন নেই। তারা জোর করে ক্ষমতায় আছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নয়, দখলের মহোৎসব চলছে। এর আগে সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড্যাবের মহাসচিব ও বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, দীপেন দেওয়ান, অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, অধ্যাপক ডা. শহিদুল আলম, অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, অধ্যাপক ডা. আব্দুস সালাম প্রমুখ।
×