ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিটফোর্ড ওষুধ মার্কেটে বিক্রয়নিষিদ্ধ ২ কোটি টাকার ওষুধ জব্দ

প্রকাশিত: ০১:০৩, ২১ মে ২০১৬

মিটফোর্ড ওষুধ মার্কেটে বিক্রয়নিষিদ্ধ ২ কোটি টাকার ওষুধ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন ওষুধ মার্কেট থেকে বিক্রয়নিষিদ্ধ ২ কোটি টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেয়া হয়েছে। শনিবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলাম। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলাম জানান, দুপুরে র‌্যাব সদর দফতরেরর একটি ভ্রাম্যমান আদালত মিটফোর্ডের বিভিন্ন ওষুধের দোকান থেকে সর্বোমোট ২ কোটি টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধ বিক্রির দায়ে তিন জনকে ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য তিন জনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×