ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৮ ট্রেন যাত্রীর জরিমানা

প্রকাশিত: ০৩:৫২, ২২ মে ২০১৬

১৮ ট্রেন যাত্রীর জরিমানা

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২১ মে ॥ শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেসের ১৮ যাত্রীকে জরিমানা করেছেন মোহনগঞ্জ স্টেশন মাস্টার গোলাম রব্বানী। মোহনগঞ্জ রেলস্টেশন সূত্রে জানা গেছে, কমলাপুর স্টেশন থেকে রাত সাড়ে ১২টায় মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর সাড়ে ছ’টায় মোহনগঞ্জ স্টেশনে পৌঁছে। স্টেশন পাসিং ওয়েতে কর্তব্যরত স্টেশন মাস্টারসহ অন্য কর্মকর্তাদের চেকিংয়ে বিনা টিকিটে ১৮ যাত্রী শনাক্ত হয়। এদের কাছ থেকে মোট ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়। বরিশালে দোকান শ্রমিকদের মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার সকালে বৃষ্টি উপক্ষো করে নগরীতে দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে নগরীর দোকান কর্মচারী ইউনিয়নের শ্রমিকগণ অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠিত সভায় স্বপন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সভাপতি মোসলেম সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মানিক মৃধা, মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল বাশার আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল প্রমুখ। বক্তারা অবিলম্বে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা, সার্ভিস বুক চালু করা, বোনাস প্রথা চালু, বার্ষিক ইনক্রিমেন্ট, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধ করার জোর দাবি করেন। তিন মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ মে ॥ নলডাঙ্গায় হেরোইন ও গাঁজাসহ জুলহাস, জহুরুল ইসলাম ও আজিজুল ইসলাম নামে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জুলহাস ওরফে জুলুকে ১০ পুরিয়া, আজিজুল ইসলামকে ৯ পুরিয়া হেরোইন এবং জহুরুলকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ মে ॥ ভূঞাপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমগাছ থেকে পড়ে লুৎফর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম খোদা বক্স। ঘাটাইল উপজেলার নলশিয়া গ্রামে তার বাড়ি। জানা যায়, শনিবার সকালে চয়েজ টেইলার্সের মালিক লুৎফর রহমান পৌর এলাকার থানা কমপ্লেক্সসংলগ্নে আম পাড়ার জন্য গাছে ওঠে। হঠাৎ বিকট শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈরে শিশু ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২১ মে ॥ কালিয়াকৈরের গজারী বনে সংখ্যালঘু কোচ সম্প্রদায়ের বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণ করেছে দোকানি। এ ঘটনায় শনিবার পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। তার নাম আব্দুল হালিম ওরফে হেইলা (৫৫)। জানা গেছে, ভাল্লুকবের এলাকায় সংখ্যালঘু কোচ সম্প্রদায়ের বাকপ্রতিবন্ধী শিশু শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গজারী বনে লাকড়ি কুড়াতে যায়। এ সময় একই এলাকার হালিম ওই কিশোরীকে বনের ভিতর একা পেয়ে ধর্ষণ করে। ওই বনে লাকড়ি কুড়াতে আসা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে ধর্ষক হালিম দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতার ভাই শ্যামল কোচ বাদী হয়ে রাতে কালিয়াকৈর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ শনিবার ধর্ষক হালিমকে গ্রেফতার করেছে। সাতক্ষীরা সীমান্তে যুবক গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মাদরা সীমান্তের বিপরীতে এক বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ভোরে সে ভারতের মুম্বাই থেকে ফিরছিল। বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, আহত যুবকের নাম অজিহার রহমান। মেইন পিলার ১৩ ও সাবপিলার ৩-এর কাছাকাছি ভারতের বিথারী এলাকার বস্তুমতলা পৌঁছালে তাকে লক্ষ্য করে কে বা কারা গুলি করে।
×