ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুমন রেজার একাধিক শর্টফিল্ম

প্রকাশিত: ০৩:৫৭, ২২ মে ২০১৬

সুমন রেজার একাধিক শর্টফিল্ম

স্টাফ রিপোর্টার ॥ টিভি নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রের শিল্পী সঙ্কট নিরসনে ভূমিকা রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন এই সময়ের প্রতিভাবান ও তরুণ নাট্য পরিচালক সুমন রেজা। এ লক্ষ্যে নতুন শিল্পীদের নিয়ে একাধিক শর্টফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তিনি। নির্মিতব্য শর্টফিল্মগুলো নিয়ে একাধিক ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় তিনি শর্টফিল্মগুলোর স্ক্রিপ্ট লেখার কাজ শেষ করেছেন। এই ফিল্মগুলোতে একেবারেই নতুন অভিনয়শিল্পীরা কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সুমন রেজা জানান, টিভি এবং চলচ্চিত্র মিডিয়ায় শিল্পী সঙ্কট নিরসনে নতুন শিল্পীদের নিয়ে তিনি প্রাথমিকভাবে ১০-১২টি শর্টফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তিনি। এ ফিল্মগুলোর ব্যাপ্তি হবে ৫ মিনিট থেকে ২৫ মিনিটের। এর জন্য স্ক্রিপ্ট তৈরির কাজ শেষ। এখন শিল্পী নির্বাচনের কাজ চলছে। তার নিজের নাট্য সংগঠন ঢাকা মৌলিক নাট্যদল এ বিষয়ে তাকে সহযোগিতা করছে। তিনি বলেন, প্রতিটি ফিল্মেই নতুন শিল্পীরা অভিনয় করবেন। তবে অভিনয়শিল্পীদের নির্বাচন করা হবে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে। এজন্য আগ্রহীদের তার ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। ইতোমধ্যে সুমন রেজার ফেসবুকে শর্টফিল্মের স্ক্রিপ্ট দেয়া হয়েছে। আগ্রহীরা সেই স্ক্রিপ্টগুলোর মধ্যে থেকে নিজের জন্য চরিত্র বাছাই করে ফেসবুকের ইনবক্সে নিজের আগ্রহ ব্যক্ত করে মতামত দিবেন। সেই মতামতের ভিত্তিতে আগ্রহীদের অডিশনের জন্য ডাকা হবে। অডিশনে বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় নাট্য নির্দেশক ও নাট্যকর্মীরা। বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণদের নিয়ে শুরু হবে শর্টফিল্ম তৈরির কাজ। তবে যারা বাছাইয়ে টিকবেন না তাদেরও পরিবর্তীতে কাজ করার সুযোগ থাকবে। কারণ শর্টফিল্ম তৈরির এই প্রক্রিয়া চলতেই থাকবে। এই প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্য মিডিয়ার শিল্পী সঙ্কট দূরীকরণের সহযোগিতা এবং ধারাবাহিকভাবে শর্টফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা।
×