ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনলাইনে কল্পনার নজরুল সঙ্গীত

প্রকাশিত: ০৩:৫৮, ২২ মে ২০১৬

অনলাইনে কল্পনার নজরুল সঙ্গীত

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতশিল্পী মাসুদা আনাম কল্পনার কণ্ঠে নজরুল সঙ্গীতের প্রথম অনলাইন সিডি বের হচ্ছে আজ। ‘এসেছি তব দ্বারে’ শিরোনামের এ এ্যালবামটিতে নজরুলের ১০টি গান রয়েছে, যার মধ্যে অন্ততপক্ষে ৭টি অপ্রচলিত। শ্রোতারা অনলাইনের লিংকে গিয়ে গানগুলো শুনতে পারবেন আজ থেকে। গানগুলোর প্রথম চরণ হচ্ছে- আকাশে ভোরের তারা, এসেছি তব দ্বারে, বৈকালী সুরে গাও, আমি সূর্যমুখী ফুলের মতো, আজ সকালের সূর্য ওঠা, দেবযানীর মনে, আধো ধরণী আলো আধো আঁধার, ছাড়িতে পরান নাহি চায়, নারায়ণী উমা খেলে হেসে হেসে ও অরুণকান্তি কেগো যোগী ভিখারি। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন ওপার বাংলার শিল্পী দুর্বাদল চট্টোপাধ্যায়। নিজের ১১তম এ্যালবাম প্রসঙ্গে কল্পনা বলেন, আমি মূলত নজরুলের অপ্রচলিত গান নিয়ে এ্যালবামটি করেছি। ইতোমধ্যে আরও ২০ গানের রেকর্ড হয়ে গেছে। আগামী জুন মাসে ৩০টি গানের রেকর্ড হবে। এভাবেই নজরুলের অপ্রচলিত গানগুলো আমি অনলাইনের মাধ্যমে প্রকাশ করার পরিকল্পনা করেছি, যার ফলে নতুন প্রজন্মসহ নজরুল সঙ্গীতপ্রিয় শ্রোতারা এগুলো শুনতে পান এবং নজরুল সম্পর্কে তাদের ব্যাক্তিগত ও সমষ্টিগত ধারণাবোধ জন্মে। এবাবেই নজরুলের অপ্রচলিত গানগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়াই আমার মূল উদ্দেশ্য। শিল্পী মাসুদা আনাম কল্পনা ছোটবেলা থেকেই নজরুলের গান চর্চা করে আসছেন।
×