ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিসা পাবেন তো আমির?

প্রকাশিত: ০৪:৩৮, ২২ মে ২০১৬

ভিসা পাবেন তো আমির?

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেট দলে ইংল্যান্ড সফর যত ঘনিয়ে আসছে, প্রশ্নটা তত বড় হয়ে উঠছে ভিসা পাবেন স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা মোহাম্মদ আমির? বিষয়টা পুরোপুরি বৃটেনের অভিবাসন মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে। তবে দলের সেরা পেসারকে সঙ্গী করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৃটিশ আইনে ফৌজদারি মামলায় এক থেকে চার বছর মেয়াদে সাজাপ্রাপ্ত কোন বিদেশী নাগরিক যদি যুক্তরাজ্য (ইংল্যান্ড) সফরের জন্য নতুন করে ভিসার আবেদন করেন, তাহলে তিনি পরবর্তী ১০ বছর মেয়াদে ভিসা প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন। ২০১০ সালে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত আমির আবার দলে ফেরায় তার ইংল্যান্ড সফর নিয়ে তৈরি হয় জটিলতা। পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপশি একটি বৃটিশ আদালতের রায়ে সেখানে তার জেলও হয়েছিল। জেলে ছয় মাস কাটানোর পর মুক্তি মেলে। পিসিবির এক কর্তা বলেন, ‘আমিরের ব্যাপারটি বিশেষভাবে বিবেচনার আবেদন করা হয়েছে পিসিবির তরফ থেকে। আশা করা হচ্ছে সে ভিসা পাবে।’ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন আমির। বাংলাদেশের টি২০ লীগÑ বিপিএল ও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেন বাঁহাতি এই পেসার। এ বছর জানুয়ারি মাসে তিনি পাকিস্তান জাতীয় দলে ফেরেন। ঢাকার এশিয়া কাপ, ভারতের টি২০ বিশ্বকাপে ২৪ বছর বয়সী আমিরের পারফর্মেন্স নতুন করে তাকে পাকিস্তান ক্রিকেট দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছে। ইংল্যান্ড সফরে পাকিস্তানের প্রথম টেস্ট ১৪ জুলাই শুরু হবে। সিরিজে পাকিরা ৪টি টেস্ট ছাড়া ৫টি ওয়ানডে এবং ১টি টি২০ খেলবে।
×