ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতিবাচক ফলের সন্ধানে ক্রুইফ

প্রকাশিত: ০৪:৩৯, ২২ মে ২০১৬

ইতিবাচক ফলের সন্ধানে ক্রুইফ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ হল্যান্ড থেকে বাংলাদেশে এসেছেন গত ১৭ মে। এই ডাচ্ কোচ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে গিয়ে হাজির হন শনিবার। সেখানে তিনি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনের সঙ্গে। বাফুফে সভাপতির সঙ্গে তার আলাপনের ফলটা কি? জানতে চাইলে ক্রুইফ বলেন, ‘খুবই ইতিবাচক। আমরা দু’জনই আবারও দেখা করতে পেরে খুব খুশি। দলের বর্তমান পরিস্থিতি নিয়েই কথা হয়েছে আমাদের। আমরা কি করছি, ট্রেনিং কেমন চলছে এগুলো তাকে বলেছি। আমাদের লক্ষ্য কি? আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাজিকিস্তানের বিপক্ষে একটা ভাল ফল।’ তাজিকিস্তানের বিপক্ষে এর আগে গত বছরের ১৬ জুন অনুষ্ঠিত হোম ম্যাচে (ফিফা বিশ^কাপ বাছাইপর্ব, স্কোর ১-১ গোলে ড্র) অনেক ভাল খেলেছিল বাংলাদেশ। কিন্তু এ্যাওয়ে ম্যাচের ফলটা তেমন ভাল ছিল না (গত বছরের ১২ নভেম্বর, স্কোর ০-৫ গোলে হার)। এ প্রসঙ্গে ক্রুইফ বলেন, ‘এখন আমরা সামনের ম্যাচগুলোতে ভাল করতে চাই। জাতিকে সম্মান ফিরিয়ে দিতে চাই।’ ভাল ফল বলতে কি বুঝাতে চাইছেন? ক্রুইফের উত্তর, ‘এ্যাওয়ে ম্যাচে একটা সম্ভাবনা আছে ভাল ফল পাওয়ার। বর্তমানে যে পরিস্থিতি এ অবস্থায় ওই ম্যাচে যদি আমরা ড্র করতে পারি তাহলে খুবই খুশি হব। আর আমি মনে করি নিজেদের মাঠে আমরা জয়ের জন্যই খেলতে নামবো।’ তাজিকিস্তান ম্যাচের আগে কোন প্রস্তুতি ম্যাচ খেলার জন্য বাফুফে সভাপতির কাছে বলেছেন কি না? ক্রুইফ জানান, ‘তাজিকিস্তান ম্যাচের আগে কোন শক্ত প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা বলেছি। যদি এটি সম্ভব নাও হয়, তাহলেও খুব একটা সমস্যা হবে না। তবে আমরা আশা করব গুরুত্বপূর্ণ ওই দুই ম্যাচের আগে কোন শক্তিধর প্রতিপক্ষের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার।’ তাজিকিস্তান ম্যাচের আগে খুব বেশি সময় পাবেন না ক্রুইফ। তবে এই স্বল্প সময়েই দলের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে একটা ভাল ফল বের করে আনতে চান তিনি, ‘ফুটবলে সবসময় ফলটাই গণ্য করা হয়। আমার ওপর কোন চাপ নেই। আমি একজন পেশাদার কোচ। আমি চাইব জিততেই। আমি আমার স্ত্রীর সঙ্গে যখন দাবা খেলি, তখনও আমি জিততেই চাই। দুঃখিত আমি কিন্তু সবসময় আমার স্ত্রীর সঙ্গে জিততে পারি না (হাসি)! এটি ফুটবল, দেখতে হবে এখানে সম্ভাবনাটা কি? এখন চেষ্টা করব আমাদের দলের সামর্থ্যরে সর্বোচ্চটা ব্যবহার করতে। এবং একটা ভাল ফল বের করে আনতে।’ দলের বর্তমান মানসিক অবস্থা এবং ফিজিক্যাল ফিটনেস খুব খারাপ নয়। এটি ভাল। কারণ আমরা খুব কঠিন ট্রেনিং করছি। সুতরাং আমি ইতিবাচক এসব বিষয়ে।’
×