ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনাইটেডেই ঠিকানা গড়ছেন মরিনহো

প্রকাশিত: ০৪:৪২, ২২ মে ২০১৬

ইউনাইটেডেই ঠিকানা গড়ছেন মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন জোশে মরিনহোÑ এমন খবর নিয়মিতই উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। কিন্তু কখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে স্প্যানিশ দৈনিক এএস জানাচ্ছে, আগের সব হিসাব-নিকাশ বাদ, শনিবার অনুষ্ঠিত এফএ কাপের ফাইনালের পরই মরিনহোকে কোচ করে আনার ঘোষণা দিতে পারে ইউনাইটেড। গত ডিসেম্বরে চেলসি থেকে বিদায় নেয়ার পর থেকেই ‘বেকার’ বসে আছেন মরিনহো। কোন ক্লাব তাকে চাকরির প্রস্তাব দেয়নি, এমন নয়। পর্তুগীজ কোচও আসলে ইউনাইটেডের কোচ হতেই বেশি আগ্রহী বলেই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ইচ্ছেটা অবশেষে পূরণ হতে চলেছে। এএস লিখেছে, ইউনাইটেডের নির্বাহী সহ-সভাপতি এড উডওয়ার্ডের সঙ্গে পর্তুগীজ কোচের প্রতিনিধি হোর্হে মেন্দেসের কথা হয়েছে। ৩ বছরের চুক্তিও হয়ে গেছে। চুক্তি অনুযায়ী মৌসুমে মরিনহোর বেতন হবে প্রায় ১৫ মিলিয়ন ইউরো। ৫৩ বছর বয়সী কোচ চাকরির শর্ত হিসেবে নাকি এও জানিয়েছেন, আগামী মৌসুমে ইউনাইটেডের দলে অনেক বদল আনতে হবে। বিদায়ী ম্যাচে পুনের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ক্রমাগত ব্যর্থতায় আগেই দু’দলের শেষ চারের আশা শেষ হয়ে গিয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কাল লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেল রাইজিং পুনে সুপারজায়ান্টস। তলানিতে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবকে ৪ উইকেট হারাল মহেন্দ্র সিং ধোনির দল। মুরলি বিজয় (৪১ বলে ৫৯) ও গুরকিরাত সিংয়ের (৩০ বলে ৫১) জোড়া হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রানের ফাইটিং স্কোর গড়ে পাঞ্জাব। হাসিম আমলা করেন ৩০ রান। ৩৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। জবাবে অধিনায়ক ধোনির দুরন্ত ব্যাটিংয়ে (৩২ বলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৪) ৬ উইকেট হারিয়ে শেষ বলে জয় নিশ্চিত করে পুনে! ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন থিসারা পেরেরা। এছাড়া উসমান খাজা ৩০ ও অপর ওপেনার অজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ১৯ রান। পাঞ্জাবের হয়ে গুরকিরাত ২, সন্দীপ শর্মা, মোহিত শর্মা, অক্ষর প্যাটেল ও ঋষি ধাওয়ান নেন ১টি করে উইকেট। চমৎকার ব্যাটিং উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন পুনে সেনাপতি ধোনি। ১৪ খেলায় পঞ্চম জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপারজায়ান্টস। স্কোর ॥ পাঞ্জাব ১৭২/৭ (২০ ওভার), পুনে ১৭৩/৬ (২০ ওভার) ফল ॥ পুনে ৪ উইকেটে জয়ী ম্যাচসেরা ॥ ধোনি (পুনে) ।
×