ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৮ অক্টোবরে সিপিবির একাদশ কংগ্রেস শুরু

প্রকাশিত: ০৪:৪৪, ২২ মে ২০১৬

২৮ অক্টোবরে সিপিবির একাদশ কংগ্রেস শুরু

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেস আহ্বান করা হয়েছে। আগামী ২৮-৩১ অক্টোবর ঢাকায় কংগ্রেস অনুষ্ঠিত হবে। শনিবার মুক্তিভবনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দু’দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় একাদশ কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা সেসব প্রস্তাব সম্পর্কে আলোচনা করেন। এদিকে একাদশ কংগ্রেস সফল করতে সর্বস্তরের পার্টি সংগঠনের প্রতি কেন্দ্রীয় কমিটির এই সভা থেকে আহ্বান জানানো হয়েছে। ২৮ অক্টোবর শুক্রবার বেলা ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে লাল পতাকার বর্ণাঢ্য মিছিল ঢাকার রাজপথ প্রদক্ষিণ করবে। ২৯-৩১ অক্টোবর ঢাকার হাজি বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের ভ্রাতৃপ্রতিম পার্টিসমূহের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হবে। আগামী ১৫ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে পার্টির শাখা সম্মেলন, ১৬ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে উপজেলা/থানা, আঞ্চলিক সম্মেলন এবং ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জেলা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। সভায় আগামী ২৪, ২৫ জুন কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় রাজনৈতিক প্রস্তাবের খসড়া অনুমোদিত হবে। বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি স্কুলের পুনর্মিলনী বাংলাদেশ বিমানবাহিনীর বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি স্কুলের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার তেজগাঁওয়ের শাহীন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং বক্তব্য রাখেন। বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির প্রিন্সিপাল স্কোয়াড্রন লিডার রোমানা আখতার, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর উর্ধতন কর্মকর্তা, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন অধ্যক্ষ এবং শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×