ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সামিট এ্যালায়েন্সের এজিএম স্থগিত

প্রকাশিত: ০৪:৪৫, ২২ মে ২০১৬

সামিট এ্যালায়েন্সের এজিএম স্থগিত

পুঁজিবাজারের তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামী ২৮ মে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে এজিএম স্থগিত করা হয়েছে। শেয়ারহোল্ডারদের উপস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। এর পুরোটাই বোনাস। এর জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঠিক করা হয়েছিল ২১ মে। আর রেকর্ড তারিখ ছিল ২১ মার্চ। এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৬-মার্চ, ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার ভারতের পুঁজিবাজারে কেওয়াইসি বাধ্যতামূলক অবৈধ বিদেশী তহবিল অনুপ্রবেশ রোধে সম্প্রতি অফশোর ডেরিভেটিভ ইন্সট্রুমেন্ট বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। বৃহস্পতিবার সেবি বলে, বিদেশীদের জন্য ইস্যু করা ডেরিভেটিভগুলো যারা বিনিয়োগ করছেন, নো ইওর কাস্টমার (কেওয়াইসি) প্রক্রিয়ায় তাদের সবার বিস্তারিত তথ্য নিবন্ধন করতে হবে সংশ্লিষ্ট ইস্যুয়ারকে। এসব ডেরিভেটিভ হাতবদলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে ইস্যুয়ারকে সব বিনিয়োগকারীর কেওয়াইসি দাখিলের পাশাপাশি এসব সিকিউরিটিজে কোন সন্দেহজনক লেনদেন হলে তা নিয়ন্ত্রকদের গোচরে আনার নির্দেশ দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের পুঁজিবাজারে নিয়মিত বিনিয়োগের পাশাপাশি ডেরিভেটিভসহ অন্যান্য সিকিউরিটিজেও বিনিয়োগ বাড়িয়েছে বিদেশী তহবিলগুলো। এ ক্ষেত্রে মুদ্রা পাচারের ঝুঁকি নিয়ন্ত্রণেই বৃহস্পতিবারের এ নির্দেশ এসেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×