ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বল্প সুদে ঋণ পাচ্ছে না এসএমই খাত

প্রকাশিত: ০৪:৪৮, ২২ মে ২০১৬

স্বল্প সুদে ঋণ পাচ্ছে না এসএমই খাত

বড় শিল্প উদ্যোক্তারা সিঙ্গেল ডিজিটে ব্যাংক ঋণ পেলেও ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের ব্যবসায়ীরা এখনও স্বল্প সুদে ব্যাংক ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুপার স্টার গ্রুপের (এসজিএস) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে হলে বেসরকারী খাতের উন্নয়ন করতে হবে। এর মধ্যে সরকার দুটি বিষয়ে জোর দিচ্ছেন। একটি হলো বেসরকারী খাতের উন্নয়ন। ইতোমধ্যে ব্যাংকিং ও পরিবহন খাতে ৭০ শতাংশ বেসরকারী খাতে রয়েছে। এর অর্থ উন্নয়ন হচ্ছে। আরেকটি হলো সরকার স্থানীয় শিল্প স্থাপনে উৎসাহিত করছে। এ কারণে যারা শিল্প স্থাপন করে রফতানি করবে তাদের সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার পর্দা নামল গুগল আইও’র গুগলের বার্ষিক সম্মেলন ‘গুগল আইও’ বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন হিসেবেই পরিচিত। বরাবরের প্রথা ভেঙ্গে আবারও সেই মাউন্টেন ভিউয়ের শোরলাইন আম্পিথিয়েটরে আয়োজন করা হয় এবারের সম্মেলন। প্রথমবার গুগল আইও এখানেই হয়েছিল। ১৯ মে থেকে শুরু হওয়া দশম আইও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০০০ মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে। নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন, সেবা উপস্থাপন এবং নানা ধরনের কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার পর্দা নামল এবারের আসরের। প্রতিবছরই গুগল আইওতে ডেভেলপার গ্রুপের ম্যানেজাররা বিশেষ আমন্ত্রণ পেয়ে থাকেন। এবার বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন চারজন। গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার ম্যানেজার এবং বাংলাদেশে উইমেন টেক মেকারস লিড রাখশান্দা রুখাম গুগল ডেভলপার সম্মেলনের শীর্ষ বক্তা মনোনীত হওয়ার গৌরব অর্জন করেন। -অর্থনৈতিক রিপোর্টার
×