ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ১৮:৫৮, ২২ মে ২০১৬

কুষ্টিয়ায় সংঘর্ষে আহত ১০

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদমান দুই গ্রুপের মধ্যে এক সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০ টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পাটিকাবড়ি ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি মসজিদের প্রধান ফটকে প্রবেশের জমি-সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী খলিল গ্রুপ ও কাবিল গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার রাত ১০টার দিকে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে ৮ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন গোপালপুর গ্রামের খলিল গ্রুপের প্রধান খলিলুর রহমান (৫০), কাবিল গ্রুপের প্রধান কাবিল (৪৭), রফিকুল (৪৫), আলাউদ্দিন (৫০), এনামুল (৪৫), আরিফুল (৫০), শমসের (৫৫) ও বজলু (৪৫)। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় করা হয়েছে।
×