ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

প্রকাশিত: ২১:০১, ২২ মে ২০১৬

সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ নারায়নগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে শারিরীকভাবে লাঞ্ছনার জন্য দায়ী সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ। আজ রবিবার বেলা ১২ টায় রংপুর প্রেসক্লাবের সামনে বাকবিশিস ও বিটিএ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক লাঞ্ছনার জন্য দায়ী সেলিম ওসমান এমপিসহ অন্যান্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল করে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাচারিতা বন্ধে প্রয়োজনীয় বিধিমালা সংশোধনের দাবিও করা হয়। জেলা শিক্ষক সমিতির সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-বাকবিশিস রংপুর জেলার সভাপতি আব্দুল ওয়াহেদ মিঞা, সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিয়ার রহমান প্রমুখ।
×