ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ২২:৪৮, ২২ মে ২০১৬

সৈয়দপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ নীলফামারীর সৈয়দপুরে বিআরটিসির বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৪৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রংপুর দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর বাইপাসের বসুনিয়া মোড়ে এই দুর্ঘটনায় ঘটে। এই ঘটনার প্রতিবাদে ঐ সড়কে এক ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে।জালাল উদ্দিন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের সিদ্দিকীয়া তেলিপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জালাল বাজার করে বাই সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেলুনের দোকানে ঢুকে পড়লে ভাগ্যক্রমে সেখানে কেউ হতাহত হয়নি। এলাকাবাসী বাসের চালক ও হেলপারকে আটক করে বিআরটিসি বাসটি ব্যাপক ভাংচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে বাইপাস সড়কে প্রায় এক ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।#
×