ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের শিক্ষক নিগ্রহের প্রতিবাদে সিডনিতে প্রতিবাদ

প্রকাশিত: ২২:৫১, ২২ মে ২০১৬

নারায়ণগঞ্জের শিক্ষক নিগ্রহের প্রতিবাদে সিডনিতে প্রতিবাদ

অনলাইন ডেস্ক ॥ নারায়ণগঞ্জের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমানের হাতে শিক্ষক শ্যমল কান্তি ভক্তের নিগ্রহের প্রতিবাদে বাংলাদেশে শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিবাদে সামিল হয়েছেন অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশি বাঙ্গালিরাও। নিগৃহীত শিক্ষকের প্রতি সহমর্মিতা জানাতে গতকাল শনিবার সিডনির বিখ্যাত অপেরা হাউসের সামনে তারা আয়োজন করেন ‘স্যার স্যার ‘ শিরোনামের এক প্রতীকী প্রতিবাদ সমাবেশের। সমাজেশ থেকে নিগৃহীত শিক্ষকের চিকিৎসা, তার নিরাপত্তার ব্যবস্থা, আইন হাতে তুলে নেয়া এমপি সেলিম ওসামানে গ্রেফতার ও বিচারের জন্য বাংলাদের সরকারের কাছে দাবি জানানো হয়। সমাবেশে সমবেতরা নিগৃহীত শিক্ষক শ্যামল কান্তির পাশে দাঁড়িয়ে তাকে চাকরিতে পুর্নবহাল করায় বাংলাদেশ সারকার ও শিক্ষামন্ত্রীেেক কৃতজ্ঞতা জনান। একজন সংখ্যালঘু শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ধর্মীয় উস্কানি সৃষ্টি, দেশের নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়কে বিপদের ঝুঁকির মুখে ঠেলে দেবার পায়তারার জন্য সমাবেশে সেলিম ওসমানের সমালোচনা করা হয় এবং এর বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহব্বান জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন সিডনি প্রবাসী কলামিস্ট, কথাসাহিত্যিক, একাডেমিক ড. শাখাওয়াৎ নয়ন
×