ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় খালেদার শোক

প্রকাশিত: ২৩:১৭, ২২ মে ২০১৬

ঘূর্ণিঝড়ে প্রাণহানির ঘটনায় খালেদার শোক

অনলাইন রিপোর্টার॥ ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, কক্সবাজার, পটুয়াখালী, চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শনিবার দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশের পাশাপাশি ঘূর্ণিঝড়ে আহত, নিখোঁজ ও হাজার হাজার বাড়ি-ঘর ও ফসলী জমি বিধ্বস্ত হওয়ার ঘটনায়ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। শোকবার্তায় খালেদা জিয়া আরও বলেন, অবিলম্বে নিখোঁজ মানুষদের উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আহতদের সুচিকিৎসা, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মানসহ জরুরি ভিত্তিতে ত্রাণসামগ্রী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অবিলম্বে বন্যা উপদ্রুত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
×