ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পোশাক শ্রমিকদের বোনাস ২১ রোজার মধ্যে দিতে হবে

প্রকাশিত: ২৩:৫৩, ২২ মে ২০১৬

পোশাক শ্রমিকদের বোনাস ২১ রোজার মধ্যে দিতে হবে

অনলাইন রিপোর্টার ॥ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পোশাক শ্রমিকদের বোনাস (উৎসব ভাতা) ২১ রমজানের মধ্যে ও জুন মাসের বেতন ঈদের আগে পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক রবিবার সচিবালয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, রমজানে যেন কোনো শ্রমিককে ছাঁটাই করা না হয়, সভায় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া গত কয়েক বছরের মতো এবারও পোশাক কারখানা যাতে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হয়, সে সিদ্ধান্তও হয়েছে। এসব সিদ্ধান্ত মানার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান প্রতিমন্ত্রী। সভায় মালিক, শ্রমিকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে ৬ জুলাই।
×