ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে রোয়ানুর প্রভাবে প্রায় ২ কোটি টাকার কৃষি ফসল নষ্ট

প্রকাশিত: ০০:০৫, ২২ মে ২০১৬

ঝালকাঠিতে রোয়ানুর প্রভাবে প্রায় ২ কোটি টাকার কৃষি ফসল নষ্ট

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে অবিরাম বৃষ্টিপাত ও দমকা বাতাসে প্রায় ২ কোটি টাকার ফসল ও শাক সবজির ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্রে তথ্য অনুযায়ী বর্তমানে জেলার ৪টি উপজেলায় ৭৪৫ হেক্টর আউশের বীজতলা এবং ৬৬২ হেক্টরে রোপনকরা আউশ ধান পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়াও ২৫৫ হেক্টর জমির উপর চাষাবাদ করা পেপে, ৬৮৫ হেক্টরে কলা চাষ ১৮৮ হেক্টরে, ২২০ হেক্টরে মরিচ, ৮০ হেক্টরে তিল চাষ, ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে আউশ আবাদের ক্ষেত্রে পানি সরে যাওয়ার পরে কত ভাগ বীজতলা আংশিক ও সম্পুর্ণ রোপন করা আউশের বীজ ক্ষতিগ্রস্থ হয়েছে তার হিসাব পাওয়া যাবে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা চুড়ান্ত তথ্য সংগ্রহ করছে।
×