ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাবল জিতে শেষ গার্দিওলার বায়ার্ন অধ্যায়

প্রকাশিত: ০০:১১, ২২ মে ২০১৬

ডাবল জিতে শেষ গার্দিওলার বায়ার্ন অধ্যায়

অনলাইন ডেস্ক॥ আরেকটি ঘরোয়া ডাবল জিতে পেপ গার্দিওলা তার বায়ার্ন মিউনিখ অধ্যায় শেষ করলেন। জার্মান কাপের খেলায় গেল রাতে বায়ার্ন পেনাল্টিতে ৪-৩ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। লিগ শিরোপার পর কাপও বায়ার্নের। ডর্টমুন্ডের শীর্ষ গোলদাতা পিয়েরে-এমেরিক অবামেয়াং নির্ধারিত ৯০ মিনিটের শেষটায় দারুণ এক সুযোগ মিস করেছেন। এরপর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। কোনো দল গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে দগলাস কস্তা জয়সূচক পেনাল্টি শটটা নিয়েছেন। ডর্টমুন্ড দ্বিতীয় ও তৃতীয় শটে ব্যর্থ হয়েছে। ম্যানুয়েল নুয়ার একটি সেভ করেছেন। অন্যটি মিস করেছে ডর্টমুন্ড। বায়ার্নের সেন্টার-ব্যাক জশ কিমিচ তৃতীয় শটটা সোজা গোলকিপারের কাছে মেরেছেন। কিন্তু থমাস মুলার, কস্তারা ব্যর্থ হননি। এই জয়ে বায়ার্নের স্প্যানিশ কোচ গার্দিওলা তার তিন বছরের সময়কালে দ্বিতীয়বারের মতো ক্লাবকে জার্মান লিগ ও কাপের ডাবল জেতালেন। তিন বছরের প্রত্যেকটা লিগ শিরোপা গার্দিওলার অধীনে জিতেছে বায়ার্ন। আর ক্লাবটিতে তার সময় শেষ করে গার্দিওলা এবার উড়ে যাচ্ছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিতে
×