ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে ভূমি অধিকার ও সংস্কার বিষয়ক জনসমাবেশ

প্রকাশিত: ০০:১৫, ২২ মে ২০১৬

 ঠাকুরগাঁওয়ে ভূমি অধিকার ও সংস্কার বিষয়ক জনসমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ দরিদ্র ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদের ভূমি অধিকার ও কৃষি ভুমি সংস্কারের লক্ষে ঠাকুরগাঁওয়ে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা জনসংগঠন সমন্বয় কমিটি ও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে জেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জনসংগঠনের সমন্বয়ক কুশদেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী। এছাড়াও বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা ভূমি কমিশনার রাশেদুল হক প্রধান, জেলা আাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, এমদাদুল হক, আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, দরিদ্র ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিহীনের এ জনসমাবেশ বিশেষ ভুমিকা রাখবে । এছাড়াও ভূমি অধিকার ও কৃষি ভুমি সংস্কার নিশ্চিত করতে হলে ভূমিহীনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
×