ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে আসাম সীমান্ত বন্ধের ঘোষণা

প্রকাশিত: ০০:৩৬, ২২ মে ২০১৬

 বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে আসাম সীমান্ত বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক॥ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি থেকে বিধানসভা নির্বাচনে জিতেই আসামে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী বিজেপির সর্বানন্দ সনোয়াল। আগামী দুই বছরের মধ্যেই এ সীমান্ত বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (২১ মে) দেশটির সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সনোয়াল এসব কথা বলেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্তকে স্থায়ীভাবে বন্ধ করার জন্য দুই বছরের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আমরা ওই সময়সীমার মধ্যেই সীমান্ত বন্ধ করার কাজ সম্পন্ন করবো। যাতে কোনো রকম বাংলাদেশি অনুপ্রবেশ না ঘটতে পারে। এছাড়া, আসামের প্রতিটি নাগরিককে জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) আওতায় আনা হবে বলেও তিনি জানিয়েছেন। আর অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যের ২৬৩ কিলোমিটার সীমান্তজুড়ে কড়া নজরদারি তো থাকছেই। মনে করা হচ্ছে আগামী ২৪ মে-মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সর্বানন্দ। শপথের আগেই তার এ মন্তব্য বেশ আলোচিত হচ্ছে।
×