ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ আজ নিম্নমধ্যম আয়ের দেশে রুপান্তরিত : মহিলা ও শিশু বিষয়কপ্রতিমন্ত্রী

প্রকাশিত: ০০:৪৪, ২২ মে ২০১৬

বাংলাদেশ আজ নিম্নমধ্যম আয়ের দেশে রুপান্তরিত : মহিলা ও শিশু বিষয়কপ্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, নারীর অবদানের জন্যই বাংলাদেশ আজ নিম্নমধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার দিয়ে গেছেন, কিন্তু তা আমরা আজও বাস্তবায়ন করতে পারিনি। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সাল থেকে নারীর ক্ষমতায়ন শুরু হয়। তিনি রবিবার গাজীপুর জেলা পরিষেদ মিলনায়তনে নারী উন্নয়ন ফোরাম এর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পুরুষের চাইতে নারীর মেধা কম নয়, সুযোগ দিলে নারীরা পুরুষের চাইতে বেশী দক্ষতা দেখাতে পারবে। নারীর ক্ষমতায়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। জাতীয় সংসদের আইন প্রণয়নে কেবল পুরুষ নয়, নারীরাও বিশেষ অবদান রাখছে। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না যেন নারীদের কেউ খারাপ বলতে পারে। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহসান, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল আহমেদ, ইউজেডজিপি ঢাকা বিভাগের ডিভিশনাল ফ্যাসিলিটেটর ড. সোহেল ইকবাল প্রমুখ।
×