ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাপুড়ের হাত ফসকে দর্শকের মধ্যে গোখরা

প্রকাশিত: ০১:১১, ২২ মে ২০১৬

সাপুড়ের হাত ফসকে দর্শকের মধ্যে গোখরা

অনলাইন ডেস্ক॥ বড়সড় এক গোখরা নিয়ে খেলা দেখাচ্ছিলেন সাপুড়ে। বৃত্তকার দেয়ালের অপর পাশে বসে মন্ত্রমুগ্ধ দর্শক। নানা কসরতের একপর্যায়ে গোখরাটি দর্শকের কাছে নিয়ে যেতে চাইলেন সাপুড়ে। শক্তিশালী সাপটি সাপুড়ের হাত ফসকে এক দর্শককে কামড়াতে গেল। এ সময় এগিয়ে এলেন সাপুড়ের সহকারী। দুজন মিলে টেনে সাপটিকে ফিরিয়ে নেওয়া হলো এর বাক্সে। ঘটনাস্থল থাইল্যান্ডের পর্যটন এলাকা ফুকেট। সাপুড়ের হাত ফসকে দর্শকের মধ্যে সাপ ঢুকে যাওয়ার সাম্প্রতিক এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকেল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিশাল গোখরা নিয়ে সাপুড়ের কসরত দেখে মুগ্ধ ছিল দর্শক। সাপুড়ে বিভিন্নভাবে সাপের কসরত দেখান। একপর্যায়ে তিনি দর্শকের কাছে নিয়ে যান গোখরাকে। এতে নির্দিষ্ট অংশের দর্শকের মধ্যে ভীতি সঞ্চার হয়। এর মধ্যে আবার হাত ফসকে সাপ একদম দর্শকের কাছে। মুহূর্তেই দর্শকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অংশ থেকে দৌড়ে সরে যান অনেকে। থাইল্যান্ডের ফুকেট দ্বীপে প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। এখানে অনেক দর্শনীয় স্থানের পাশাপাশি আছে বিলাসবহুল কিছু হোটেল। আর পর্যটককে আকৃষ্ট করতে থাইল্যান্ডের অনেক ঐতিহ্যবাহী আয়োজনও দেখা যায় এখানে, যার একটি হলো সাপের খেলা।
×