ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

প্রকাশিত: ০১:২৫, ২২ মে ২০১৬

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

অনলাইন রিপোর্টার॥ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তার দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতার জন্য তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। মির্জা ফখরুল আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিএনপি মহাসচিব ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষিপুর, কক্সবাজার, পটুয়াখালী, চট্টগ্রাম সহ দেশের উপকূলীয় এলাকায় শনিবারের প্রবল ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ২৩ জনের অধিক মানুষের জীবনহানী এবং অসংখ্য মানুষ আহত, নিখোঁজ ও বিপুল সংখ্যক ঘরবাড়ী ও ফসলী ক্ষেত বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মির্জা ফখরুল ‘ঘূর্ণিঝড় রোয়ানুর মতো মর্মান্তিক প্রাকৃতিক দূর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক নানা দুর্যোগময় পরিস্থিতি অত্যন্ত ধৈর্য্য ও সাহসের সাথে কাটিয়ে উঠে নতুন করে নবউদ্যমে জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দূর্যোগ কবলিত মানুষ যারা আত্মীয়-স্বজন হারিয়েছেন তারা স্বজন হারানোর হৃদয়বিদারক যন্ত্রণা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। মহান রাব্বুল আলামীন তাদের সহায় হউন।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।
×