ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদ ও দুর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে ॥ তথ্য মন্ত্রী

প্রকাশিত: ০১:৩১, ২২ মে ২০১৬

জঙ্গিবাদ ও দুর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে ॥ তথ্য মন্ত্রী

অনলাইন রিপোর্টার॥ তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের সুফল পেতে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা এবং দুর্নীতির আগাছা উপড়ে ফেলতে হবে। তিনি আজ রোববার সকালে আশুলিয়ার বাইপাইলে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ২০১৬/২০১৭ প্রশিক্ষণ অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন । বিএনসিসির মহাপরিচালক ব্রিগে: জেনারেল এস এম ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৪৫০ জন ক্যাডেট প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তথ্যমন্ত্রী বলেন, উন্নয়নের সুফল ঘরে তুলতে হলে দলবাজী ও দুর্নীতির আগাছাও ঝেড়ে ফেলতে হবে। এছাড়া প্রশিক্ষণার্থীদের গণতন্ত্রের পরিচ্ছন্ন কর্মী উল্লেখ করে মন্ত্রী বলেন, জঙ্গীবাদের মত দানবের ধ্বংস করার প্রতিজ্ঞা নিতে হবে ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন থাকতে হবে। এসময় মন্ত্রী ক্যাডেটদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
×