ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

প্রকাশিত: ০১:৩২, ২২ মে ২০১৬

 রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

অনলাইন রিপোর্টার॥ চার দিনের রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। গত ১৮ মে স্পিকার রাশিয়ার সেন্ট পিটারসবার্গে অনুষ্ঠিত ৪৪তম আইপিএ সিআইএস ইভেন্টে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। চার দিনের সফর শেষে শনিবার (২১ মে) সকালে তিনি দেশে ফেরেন। সফরকালে তিনি সেন্ট পিটার্সবার্গের তাভরিস্কি প্যালেসে রাশিয়ান ফেডারেশেনের ফেডারেল এসেম্বলির স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি এসেম্বলি অব দি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাট (আইপিএ সিআইএস) এর চেয়ারপারসন ভ্যালেনটিনা ম্যাটভিয়েনকো’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন এবং ৪৪তম আইপিএ সিআইএস এর প্লেনারি সেশনে বক্তব্য রাখেন। স্পিকার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে সংসদ সচিবালয়ের সচিব ড. আবদুর রব হাওলাদারসহ জাতীয় সংসদের উর্ধ্বতন করমকর্তারা তাকে স্বাগত জানান।
×