ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ বায়তুল মোকাররমে আখেরি মোনাজাত

প্রকাশিত: ১৮:২৫, ২৩ মে ২০১৬

দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ বায়তুল মোকাররমে আখেরি মোনাজাত

অনলাইন রিপোর্টার॥ পবিত্র শবে বরাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। প্রাকৃতিক দুর্যোগসহ যাবতীয় দুর্যোগ ও অশান্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য মোনাজাতে দোয়া করা হয়। ফজরের নামাজের পর বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে রাজধানী ও আশেপাশের এলাকার হাজার হাজার মুসল্লি উপস্থিত হন। মহিমান্বিত এই রজনী উপলক্ষে রবিবার বাদ মাগরিব থেকে রাতব্যাপী জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ মাহফিল, মিলাদ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রাত পৌনে আটটায় শবেবরাতের ফযিলত, নয়টায় ইবাদত ও দোয়ার গুরুত্ব সাড়ে এগারোটায় শবে বরাত ও রমজানের তাৎপর্য’ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম রাত পৌনে ১টায় যিকিরের গুরুত্ব ও ফযিলত তুলে ধরে মোনাজাত করেন এরপর তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফযিলত বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম।
×