ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসছে বিগ বাজেটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জাহির’

প্রকাশিত: ০৪:০৮, ১৮ জুন ২০১৬

আসছে বিগ বাজেটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জাহির’

স্টাফ রিপোর্টার ॥ এ সময়ের তরুণ চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। ‘মাসুম’, ‘রতনের গল্প’ ও ‘আজব বাক্স’ নির্মাণ করে এরই মধ্যে আলোচনায় এসেছেন। এর মধ্যে তার ‘আজব বাক্স’ চলচ্চিত্রটি বেশ প্রশংসিত হয়েছে। তরুণ এ নির্মাতা এবার ‘জাহির’ নামের নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন। সম্প্রতি অনলাইনে চলচ্চিত্রটির একটি পোস্টার উন্মুক্ত করা হয়েছে। এতে দেখা যায় দালান-কোঠার নগরীর মধ্যখানে একজন মধ্যবয়স্কের মুখ। তার মস্তিষ্ক খোলা। তাতে লাল, নীল, বেগুনিÑ যেন নানান রঙের স্বপ্ন বোনা। চলচ্চিত্রটির বিষয়ে রাফি এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তবে তিনি বলেন, এটি বিগ বাজেটের একটি শর্টফিল্ম হবে। এর পেছনে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হচ্ছে, তাতে অনায়াসে দুটি টেলিফিল্ম বানানো সম্ভব। কিন্তু আমরা মানের সঙ্গে কোন কম্প্রোমাইজ করতে চাইনি, তাই বাজেট এত বেড়ে গেছে। তাতে সমস্যা নেই, একটি ভাল কাজ হবে বলে আমরা মনে করছি। তিনি আরও জানান, চলচ্চিত্রের নেপথ্যকর্মী ছিল ৫৫ জন। শর্টফিল্মসে এটাই প্রথম। এ চলচ্চিত্রে প্রায় দু’শত অভিনেতা-অভিনেত্রী ও শিশুশিল্পী অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয় করেছেন তুহিন, রাহিল, আপন, হৃদয়, নাজনিনসহ আরও অনেকে। ক্যামেরায় রয়েছেন তানভীর আনজুম। সম্পাদনায় সীমিত রায় অন্তর। ক্যানডি ফলস ফিল্মস ও কানন ফিল্মসের প্রযোজনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করেছে সেহের অটিজম সেন্টার।
×