ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

প্রকাশিত: ০০:০৩, ২৩ জুন ২০১৬

সিরাজদিখানে মুক্তিযোদ্ধার পরিবারের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ সিরাজদিখান উপজেলার চিত্রকোর্টের গিরিনগর গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলায় তিন জন গুরুতর আহত হয়েছে। হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা নিতাই চন্দ্র সরকারের স্ত্রী চিনু রানী সরকার, ছেলে অলয় সরকার ও মেয়ে শান্তা রানী সরকারকে সিরাজদিখান ও ঢাকার মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় অভিযোগ দেয়া হয়েছে এখনও কেউ গ্রেফতার হয়নি। বুধবার রাতে হামলাকারীরা পরিবারটিকে লোহার রড ও বাশের লাঠি দিয়ে বেদম মারধর করে। আহত মুক্তিযোদ্ধার স্ত্রী চিনু রানী সরকার জানান, পাশের বাড়ির দয়াল চান সরকার লোকজন নিয়ে এই হামলা চালায়। হামলাকারীরা মুক্তিযোদ্ধার সন্তান শান্তা সরকারের মাথা ফাটিয়ে জামাকাপড় ছিড়ে ফেলে। শান্তার অবস্থা বেশী গুরুতর। তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার চিনু রানী সরকার বাদী হয়ে সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছে । এদিকে থানায় অভিযোগ করায় মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সুমা জানান, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। দুর্গম এলাকাটির এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। চিত্রকাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ জানান, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবগত করে আমরা গ্রামের পঞ্চায়েতর মাধ্যমে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছি। এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, সম্পত্তিগত বিরোধের কারণে হামলার হয়েছে। থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
×