ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এইচপির দল ঘোষণা করেছে বিসিবি

প্রকাশিত: ০৬:১৩, ২৬ জুন ২০১৬

এইচপির দল ঘোষণা করেছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭ জুলাই শুরু হবে হাইপারফরর্মেন্স প্রোগ্রামের কার্যক্রম। এবার এ প্রোগ্রামে ২৪ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এইচপির দল ঘোষণা করে দিয়েছে। ১৬ জুলাই জাতীয় ক্রিকেট একাডেমিতে সুযোগ পাওয়া ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। এইচপির তত্ত্বাবধানের দায়িত্ব্ েএবার থাকবেন অস্ট্রেলিয়ান সাইমন হেলমট। এইচপির জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান সিমন হেলমটকে এইচপির নতুন কোচ দিল বোর্ড। অস্ট্রেলিয়া টি২০ দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন ৪৪ বছর বয়সী হেলমট। আগামী মাসে শুরু হবে হাই পারফর্মেন্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কমকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন আগেই জানিয়েছেন, ‘আমাদের এইচপি প্রোগ্রামে প্রধান কোচ হিসেবে তিনি (হেলমট) যোগ দিয়েছেন। এ বছরের সার্বিক দায়িত্ব ওনাকে দেয়া হয়েছে। পারফর্মেন্সের ভিত্তিতে তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেয়া হবে।’ আপাতত দীর্ঘমেয়াদে দায়িত্ব দেয়া না হলেও তাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি, ‘এইচপিতে মূলত দিনের ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। তবে তাকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। প্রিমিয়ার লীগ শেষ হওয়ার পরই প্রোগ্রাম শুরু হবে। তার আগেই দল ঘোষণা করা হবে।’ দল ঘোষণাও করে দিল বিসিবি। দল ॥ টপঅর্ডার ব্যাটসম্যানÑ সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, আব্দুল মজিদ; মিডলঅর্ডার ব্যাটসম্যানÑ মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোঃ আল আমিন, তাসামুল হক; অলরাউন্ডারÑ মেহেদী হাসান, সাইফুদ্দিন, আলাউদ্দিন বাবু; পেস বোলারÑ মোঃ আশিকুজ্জামান, মেহেদী হাসান রানা, শুভাশিষ রায়, নুর আল সাদ্দাম, আবু হায়দার রনি, দেওয়ান সাব্বির আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, স্পিন বোলারÑ সানজামুল ইসলাম, নুরু হোসেন মুন্না, তানভির হায়দার খান, সাকলায়েন সজিব; উইকেটরক্ষকÑ ইরফান শুকুর, জাকির হাসান। সিবুলকোভা-পিসকোভা ফাইনালে স্পোর্টস রিপোর্টার ॥ স্লোভাকিয়ার টেনিস তারকা ডোমিনিকা সিবুলকোভা ও চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার। ফাইনালে উঠেছেন ইস্টবোর্ন ইন্টারন্যাশনাল গ্রাস কোর্ট টেনিস টুর্নামেন্টে। ফাইনালে সিবুলকোভার প্রতিপক্ষ হয়েছেন ১০ নম্বর বাছাই পিসকোভা। ১২ নম্বর বাছাই সিবুলকোভা পুয়ের্টোরিকোর মোনিকা পুইগকে ৬-২, ৬-১ সেটে বিধ্বস্ত করেন। তবে পিসকোভার ফাইনালে ওঠা সহজ হয়নি। তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন গ্রেট ব্রিটেনের জেহানা কন্টা। টুর্নামেন্টের একাদশ বাছাই এ ব্রিটিশ তারকা লড়াই করে হেরে যান ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৩ সেটে।
×