ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব অপশক্তি সম্মিলিত চেষ্টা করেও অগ্রযাত্রা রুখতে পারবে না

প্রকাশিত: ০৬:৩৬, ২৬ জুন ২০১৬

সব অপশক্তি সম্মিলিত চেষ্টা করেও অগ্রযাত্রা রুখতে পারবে না

সংসদ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক শৃঙ্খলা আনতে পারলেই প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও ঘাটতি পূরণ করা সম্ভব হবে। বিএনপি-জামায়াতের সমালোচনা করে তারা বলেন, মানুষ পুড়িয়ে হত্যার পর জনবিচ্ছিন্ন এই অপশক্তিরা এখন গুপ্তহত্যার মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু খালেদা জিয়াসহ বাংলাদেশের সকল অপশক্তি মিলে সম্মিলিতভাবে চেষ্টা করলেও প্রধানমন্ত্রীর অগ্রযাত্রাকে কোনভাবে ব্যাহত করতে পারবে না। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে শনিবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেনÑ শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ, সরকারী দলের হুইপ আতিউর রহমান আতিক, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, ক্যাপ্টেন (অব) এ বি তাজুল ইসলাম, শামসুল হক টুকু, শরিফ আহমেদ, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী, মাহমুদুস সামাদ চৌধুরী, হাজেরা খাতুন, মোহাম্মদ আবদুল্লাহ, মকবুল হোসেন, রেজাউল হক চৌধুরী, রিফাত আমিন, হোসনে আরা বেগম, জাসদের শিরীন আকতার, লুৎফা তাহের, জাতীয় পার্টির এ বি এম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম ও শওকত চৌধুরী। আলোচনা শেষে সংসদ অধিবেশন আজ রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত মুলতবি করা হয়। আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিওভুক্তি নিয়ে সংসদ সদস্যদের দাবির সঙ্গে একমত পোষণ করে বলেন, আমাদের সবারই দাবি এমপিওভুক্তিকরণ। আমরা জানি এটা একটা বড় সমস্যা। সমস্যা থাকলেও সমাধান বের করতে হবে। আমরা নানা বিকল্প প্রস্তাব তৈরি করছি এবং কোন না কোন পথ আমরা বের করবই। এতে কোন সন্দেহ নেই। তিনি বলেন, আমাদের লক্ষ্য বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। শুধু জ্ঞান ও প্রযুক্তি দিয়ে মাথাভর্তি করলে চলবে না, সেই সঙ্গে সৎ নিষ্ঠাবান, জনদরদী ভাল মানুষ তৈরি করতে হবে। তাহলেই সম্ভব দেশকে এগিয়ে নিয়ে বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, প্রযুক্তি শুধু ভাল কাজেই লাগে না, এটি বিপক্ষেও ব্যবহার হয়। কী প্রযুক্তি শিখলাম, ফেডারেল ব্যাংক থেকে আমাদের ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেল। তাই আমাদের লক্ষ্য ভাল মানুষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা। সাইফুরস কোচিংয়ের কড়া সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দেশে সাইফুর নামে একজন শিক্ষক আছেন, যিনি শিক্ষকতা ছেড়ে ব্যাপক কোচিং বাণিজ্য শুরু করেছেন। তিনি বিজ্ঞাপন দিয়ে বলেন, ভাল ইংরেজী শিখতে না পারলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবে না। এমনকি হ্যাকারও হতে পারবে না। একজন শিক্ষক বলছে, চোর হতে হবে! এই হচ্ছে অবস্থা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা কোন জায়গায় বসবাস করছি? একজন শিক্ষক বলছেন তুমি ভাল চোর হতে গেলেও আমার কাছে এসে পড়! এজন্য আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানিয়েছিলাম ব্যবস্থা নিতে। দুদককে ধন্যবাদ সাইফুরসকে জবাব দিতে সমন পাঠিয়েছে। ব্যাংকিং খাতের লুটপাটকে ‘সাগর চুরি’ বলে অভিহিত করায় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, লুটপাটের সঠিক তথ্য দেয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি নিজ দলেরই নেতা ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদেরও সমালোচনা করেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলা হচ্ছে। আমি বলব যার উচ্চাভিলাষ নেই, কল্পনা নেইÑ সে কিছুই দিতে পারে না। তবে বাজেটে অবশ্যই রাজনৈতিক দর্শনের প্রতিফলন থাকতে হবে। তবে এ বাজেট অনেক বেশি উচ্চাভিলাষী। একদিকে ঘাটতি, আরেক দিকে উচ্চাভিলাষ, এ দু’টোকে কিভাবে সমন্বয় করে সমতা আনবেন? সে ব্যাপারে কোন দিকনির্দেশনা বাজেটে নেই। তিনি বলেন, ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে। এটাকে অনেকে বলে পুকুর চুরি। অর্থমন্ত্রী অবশ্য বলেছেন সাগর চুরি হয়েছে। এবার যে বাজেট উপস্থাপন করা হয়েছে তা রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক শৃঙ্খলা আনতে পারলেই বাস্তবায়ন ও ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তিনি বলেন, জাতীয় পার্টি যখন সরকারে ছিল, তখন প্রশাসনিক বিকেন্দ্রিকরণ করে গ্রামপর্যায়ে উন্নয়ন করা হয়েছিল। জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ উন্নয়নের যাত্রা শুরু করেন। তাই এ দেশের মানুষের কাছে তিনি ইতিহাস হয়ে থাকবেন।
×