ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতের

প্রকাশিত: ০৬:৩৮, ২৬ জুন ২০১৬

সবচেয়ে বেশি দর বেড়েছে আর্থিক খাতের

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর (রিটার্ন) বেড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে। এই খাতে দর বেড়েছে ৩ দশমিক ৮৫ শতাংশ। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে দর বেড়েছে ৮ খাতে। অন্যদিকে দর হারিয়েছে বাকি ১২ খাত। দর বাড়ার তালিকায় থাকা ট্যানারি খাতে ২ দশমিক ৭০ শতাংশ, টেক্সটাইল খাতে ১ দশমিক ৫১ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৭৪ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৩৭ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৭ শতাংশ ও ব্যাংক খাতে দশমিক ৩৫ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর হারানোর তালিকায় থাকা জীবন বিমা খাতে ২ দশমিক ৪৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২ দশমিক ৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ৬১ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ৫০ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ৫৫ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ৩৮ শতাংশ, জ্বালানি খাতে দশমিক ৭৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে দশমিক ৯৯ শতাংশ, প্রকৌশল খাতে ১ দশমিক ৮৪ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ২২ শতাংশ ও সিমেন্ট খাতে ১.৯৭ শতাংশ দর কমেছে।
×