ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কৌতূহল থেকে মাদকাসক্তি

প্রকাশিত: ১৮:২৮, ২৬ জুন ২০১৬

কৌতূহল থেকে মাদকাসক্তি

অনলাইন ডেস্ক ॥ মাদক সেবীদের একটি বড় অংশ কৌতূহলে থেকেই মাদক গ্রহণের দিকে ঝুঁকছে বলছেন বিশেষজ্ঞরা। প্রায় ৪২ শতাংশ মাদকসেবী প্রথমে নিজ আগ্রহেই মাদক গ্রহণ করে বলে একটি জরিপ থেকে জানাচ্ছে দাতব্য সংস্থা আহসানিয়া মিশন। মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র মুক্তির ড. আলী আসকর কুরায়েশি বলছেন, “কিশোর বয়সে বা শৈশবে নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাওয়ার মধ্যে দিয়ে অনেক সময় এর শুরু” তিনি আরো বলছেন, “যেহেতু মাদক দ্রব্য একটি নিষিদ্ধ দ্রব্য। আর নিষিদ্ধ দ্রব্যের প্রতি আকর্ষণ কিশোর বয়সে একটু বেশি থাকে” এর পাশাপাশি পারিবারিক নানা সমস্যাও মাদকাসক্ত হয়ে পরার একটা বড় কারণ। আর আজকাল ব্যস্ততার কারণে ছেলেমেয়ের প্রতি ওভাবে নজর রাখতে পারেন না অনেকে। কিন্তু তাতে অগোচরে গড়ে উঠছে মাদকাসক্ত ছেলে মেয়ের দল। পরিবার যখন জানতে পারে তখন প্রফেশনাল দ্বারা চিকিৎসা ছাড়া আর কোনও গতি নেই। তবে চিকিৎসার থেকেও বেশি কার্যকর হলো আগে ভাগে প্রতিরোধ, বলছেন ড. কুরায়েশি। মাদকের বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্বজুড়ে মাদকের অপব্যবহার এবং পাচার রোধে জাতিসংঘ ঘেঁষিত একটি আন্তর্জাতিক দিবস পালন করছে আজ বিশ্বের নানা দেশ। এবছরের প্রতিপাদ্যে মাদক প্রতিরোধে ঝুঁকিতে থাকা কিশোর-তরুণদের কথা শোনার দিকে গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ। বলা হয় মাদকাসক্তি একটি অত্যন্ত জটিল মনো-দৈহিক, পারিবারিক ও সামাজিক সমস্যা। সেই সাথে এটি একটি অসুখও বটে। এর থেকে বেরিয়ে আসা কঠিন, দীর্ঘ সময় ও ব্যয় সাপেক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে সচেতনতা শুরু হতে হবে একদম পরিবার থেকেই আর তারপর পাড়া মহল্লায়। সূত্র : বিবিসি বাংলা
×