ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের ৯দিন পর এনজিও নারী কর্মী উদ্ধার

প্রকাশিত: ১৯:৩০, ২৬ জুন ২০১৬

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের ৯দিন পর এনজিও নারী কর্মী উদ্ধার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের কাউনিয়ায় নিখোঁজের ৯দিন পর হাত ও মুখ বাঁধা অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২৪) নামে এক নারী এনজিও কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে কাউনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জান্নাতুল গাইবান্ধার সুন্দরগঞ্জ ধুবনী মধ্যকাঞ্চি পাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও কারমাইকেল কলেজের মাস্টার্স (প্রাইভেট) প্রথম বর্ষের ছাত্রী এবং গণউন্নয়ন নামের একটি এনজিওর মাঠ কর্মী। তিনি রংপুর সদরের মুলাটল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আজ রবিবার সকালে কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিন মিয়া জানান, স্থানীয় লোকজন রশি দিয়ে হাত এবং ওড়না দিয়ে মুখ বাঁধা অবস্থায় শুক্রবার (২৫ জুন) রাত একটার দিকে ওই নারীকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কাউনিয়া রেলওয়ে স্টেশনের পাশে হরিশ্বর গ্রামের রাস্তার ধার থেকে তাকে উদ্ধার করে। শনিবার রাতে অচেতন থেকে জ্ঞান ফিরে এলে ঘটনার বিষয়ে জান্নাতুল পুলিশের কাছে বিস্তারিত খুলে বলেন।
×