ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা ॥ জখম ৮

প্রকাশিত: ২০:৩৯, ২৬ জুন ২০১৬

বরিশালে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা ॥  জখম ৮

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিরোধপূর্ন সম্পত্তি দখলকে কেন্দ্র করে জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারীসহ আটজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাংতা গ্রামের আব্দুল ওহাব সরদারের পুত্র ছিদ্দিক সরদার প্রায় দুই বছর পূর্বে পশ্ববর্তী বাড়ির ইয়াকুব আলী কাজীর কাছ থেকে বাড়ির ৫ শতক সম্পত্তি ক্রয় করেন। একই বাড়ির সাহেব আলী সরদারের পুত্র মোসলেম সরদার ওই জায়গা তার দাবী করে শনিবার বিকেলে দখল করতে যায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য রিপন সরদারের নেতৃত্বে মোসলেম সরদার, সোহরাব সরদার গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আবু তালেব, আবু বক্কর, ছিদ্দিক সরদার, রাহাতুন বেগম, সোহেদা বেগম, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন ঘরামীসহ ৮ জনকে আহত করে। গুরুতর আহত আবু তালেব সরদারকে শেবাচিম হাসপাতালে ও অন্যান্যদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আবু বক্কর সরদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
×