ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজার গণপূর্ত বিভাগে ফ্রি স্টাইলে দুর্নীতি

প্রকাশিত: ২২:১৩, ২৬ জুন ২০১৬

কক্সবাজার গণপূর্ত বিভাগে ফ্রি স্টাইলে দুর্নীতি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার গণপূর্ত বিভাগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারের উন্নয়ন ও সেবামূলক এ প্রতিষ্ঠানটির রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম ও দুর্নীতির কারণে কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। বিরাজমান এ অনিয়ম এবং দুর্নীতি বন্ধকল্পে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন ধরণের তৎপরতা না থাকায় এ পরিস্থিতি উত্তরণের সকল প্রচেষ্টাই বার বার মার খাচ্ছে। কথায় বলে যে যায় লঙ্কায়, সে হয় রাবণ। কক্সবাজার গণপূর্ত বিভাগের অবস্থাও তাই বলে মত প্রকাশ করেছেন সচেতন মহল। সূত্রে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ও প্রশাসন বিভাগসহ সব ক্ষেত্রে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্বে দীর্ঘ দিনের অভিযোগ থাকলেও বিভাগীয় ব্যবস্থা না নেয়ায় টাকার লোভে তারা কতিপয় বিএনপি নেতার কথায় উঠবস করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষত: জরুরী রক্ষণাবেক্ষণ ও সংষ্কারে কল্পিত ব্যয় বরাদ্দ দেখিয়েও ভূয়া বাইবার্ল বানিয়ে বিপুল অঙ্কের টাকা হরদম আতœসাৎ করা হচ্ছে এ দপ্তরে।
×