ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতাদের ‘ব্যাটাগিরি’ থেকে সতর্ক করলেন মতিয়া চৌধুরী

প্রকাশিত: ২২:৪১, ২৬ জুন ২০১৬

আওয়ামী লীগ নেতাদের ‘ব্যাটাগিরি’ থেকে সতর্ক করলেন মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবার দলীয় নেতাদের ‘ব্যাটাগিরি’ থেকে সতর্ক করলেন। তিনি আজ রবিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুর-২ এ ঈদ উপলক্ষে বিশেষ ভিজিএফ’র চাল ও শাড়ি-থ্রিপিচ-ট্রাউজার ইত্যাদি বিতরণের সমাপনী দিনে নালিতাবাড়ী উপজেলার বিন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে দলের নেতাদের ওই সতর্ক করেন। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, থানায় গিয়ে তদ্বির করবেন না। যদি কেউ নিরপরাধ হয়, কোর্ট-কাচারি থেকে বেরিয়ে আসবে। কিন্তু থানায় গিয়ে টেবিল চাপড়িয়ে আসামী বের আনার ব্যাটাগিরিটা মোটেই করবেন না। আবার এটাও বলি, থানা যদি গাফিলতি করে, ওসি সাহেব যদি মনে করেন- এখন যা খুশি তাই করতে পারব- না; সেটাও চলবে না। সময়মতো কানে আসবে, আর সেটা আসলে পরে কি হতে পারে সেটাও একটু বুইঝা দেখেন। সবকিছুই আমাদের বুঝে চলতে হবে, মাপ মতো চলতে হবে। কৃষিমন্ত্রী আরও বলেন, ৯৬ সালে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি নিয়ে আমরা যাত্রা শুরু করি। তখনও তিনি (শেখ হাসিনা) ভিজিএফ দিয়েছেন। আর ৯৮ সালের বন্যার সময়তো দেখছেনই, একটানা ৬ মাস ২০ কেজি করে ভিজিএফ দেওয়া হয়েছে। বিবিসি বলছিলো যে, ২ কোটি লোক না খেয়ে মারা যাবে। খালেদা জিয়াও তাই বলেছেন। কিন্তু ২ কোটি মানুষতো দূরের কথা, ২টা পিঁপড়াও না খেয়ে মরে নাই। আর দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি হওয়ায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুঃস্থদের মাঝে ২০ কেজি করে চাল দিচ্ছেন। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভালো চাল দেন, ভালো ধান উৎপাদন করেন বলেই আমরা বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ধান-চাল রফতানি করার সুযোগ পেয়েছি, যা অন্য কেউ পায়নি। ওইসময় মন্ত্রীর সাথে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী উপজেলার ৪ ইউনয়ন এবং এক পৌরসভার প্রায় ৭ হাজার লোকের মাঝে ভিজিএফ এর চাল, এবং প্রধানমন্ত্রী ও নিজ তহবিল থেকে দুঃস্থ এবং মেধাবী ছাত্রীদের মাঝে শাড়ি-থ্রিপিস, ট্রাউজার-গেঞ্জি ইত্যাদি বিতরণ করেন।
×