ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে বিষ প্রয়োগে ১০টি পুকুরের ১৫ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ০১:২৭, ২৬ জুন ২০১৬

আড়াইহাজারে বিষ প্রয়োগে ১০টি পুকুরের ১৫ লাখ টাকার মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগে ১০টি পুকুরের প্রায় ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায়। জানা গেছে, রবিবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসূলপুর এলাকার মনিরা মৎস্য খামারের ৪০ একর জায়গায় ১০টি পুকুর রয়েছে। সকালে মৎস্য খামারের লোকজন মাছের খাবার দিতে গিয়ে দেখতে পান তাদের পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। খামারী মোতাহার হোসেন জানান, তাদের ১০টি পুকুরে রুই, কাতল, মৃগেল, সিলভারকার্প, সরপুটি, প্লাবসকার্প, চিতলসহ আনুমানিক ১৫টন ওজনের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা হবে। মনিরা মৎস্য খামারের মালিক মনিরা বেগম জানান, এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। তারাই পুকুরের মাছ নিধন করতে পারে বলেও তিনি জানান। এ ব্যাপারে মনিরা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দিয়েছে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত মাছের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
×