ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দরবারে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:০৩, ২৭ জুন ২০১৬

চট্টগ্রামে দরবারে  হামলার প্রতিবাদে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হাটহাজারী থানার নন্দিরহাট এলাকায় একটি দরবারে (অচিন বাবা নামে খ্যাত) দুর্বৃত্তদের দফায় দফায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রবিবার মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ভক্তরা। চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচী থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগ করে অচিন বাবা ২০১৬ সালের ২৩ এপ্রিল আমেরিকায় মারা যান। এরপর ১৩ মে নগরীর কোতোয়ালি থানার বৌদ্ধ মন্দিরে কফিন রেখে বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্তরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে নন্দিরহাট গোপাল জিওর মন্দিরে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা জানান হিন্দু ধর্মাবলম্বীরা। একইভাবে মুসলিম ধর্মাবলম্বীরা শ্রদ্ধা নিবেদন করে ভক্তদের কেনা জায়গায় তাকে সমাধিস্থ করেন। বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণকারী বিশ্বজিৎ বড়ুয়া আধ্যাত্মিক ধ্যানধারণার আশেকভক্তগণের হৃদয়ে বাবাজান হিসেবে পরিচিতি লাভ করতে থাকেন। তিনি ‘অচিন বাবা’ হিসেবে পরিচিতি পান। তার ভক্তের সংখ্যাও দিন দিন বাড়তে থাকে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ নির্বিশেষে সকল সম্প্রদায়ে তার ভক্ত রয়েছে। হাটহাজারী নন্দিরহাট দক্ষিণ পাহাড়তলী এলাকায় ভক্তরা একখ- জায়গা কিনে সেখানে দরবার প্রতিষ্ঠা করেন। গত ৩ জুন ও ২২ জুন অচিন বাবার সমাধিস্থলে কিছু দুর্বৃত্ত প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায়।
×