ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডো, বেল ও লেভানডোস্কির হরিষে বিষাদ!

প্রকাশিত: ০৪:৩১, ২৭ জুন ২০১৬

রোনাল্ডো, বেল ও লেভানডোস্কির হরিষে বিষাদ!

স্পোর্টস রিপোর্টার ॥ আরেক ধাপ এগিয়েছে পর্তুগাল, ওয়েলস ও পোল্যান্ড। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা শনিবার রাতে প্রি-কোয়ার্টার ম্যাচ জিতে। কিন্তু দল তিনটির অন্যতম তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল ও রবার্ট লেভানডোস্কি কেউ গোল পাননি। দল শেষ আটে উঠে যাওয়ার কারণে এই তারকারা দারুণ আনন্দিত হয়েছেন। তবে নিজেদের গোল না পাওয়ার একটা বিষাদ সঙ্গী হয়েছে এ তিন তারকার। একইদিনে নিজ নিজ দলের হয়ে গোল না পাওয়াটাকে অনেকে ‘কুৎসিত’, ‘নিষ্ঠুরতা’ ও ‘অন্যায়’ হিসেবে অভিহিত করছেন। পোল্যান্ড-সুইজারল্যান্ড নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে ১২০ মিনিট সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ৫-৪ গোলের জয় তুলে নেয় পোলিশরা। সুইজারল্যান্ডের গ্রানিট ঝাকার ভুলটাই ডুবিয়েছে সুইজারল্যান্ডকে। তিনি পেনাল্টি শূটআউটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু পোলিশরা লক্ষ্যভেদে নিখুঁত কাজ দেখিয়েছে, একেবারে পাঁচে পাঁচ! জাকুব ব্লাস্কজিকোভস্কি দলের জয়ের পর বলেন, ‘আমি অতি আনন্দিত, এটা আমাদের জন্য ঐতিহাসিক একটা মুহূর্ত। কারণ আমরা এখন ইউরোপের সেরা আটের মধ্যে একটা।’ কোচ এ্যাডাম নাওয়ালকা দলের নৈপুণ্যে খুশি হলেও তিনি মনে করেন ফিনিশিংয়ে আরও অনেক উন্নতি করতে হবে। সুইস কোচ ভøাদিমির পেটকোভিচ দারুণ হতাশ। কারণ সুইসরা ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেও জিততে পারেনি। গ্রুপ পর্বে কোন ম্যাচ জিততে পারেনি পর্তুগাল। তিনটি ম্যাচেই ড্র করে গ্রুপ পর্ব অতিক্রম করা নিয়েই ছিল শঙ্কা। কিন্তু সেরা তৃতীয় দল হিসেবে অবশেষে সুযোগ করে নেয় তারা শেষ ষোলোয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোল করেও দলকে জেতাতে পারেননি পর্তুগীজ ফরোয়ার্ড রোনাল্ডো। শনিবার নকআউট ম্যাচেও পেলেন না। তবে টুর্নামেন্টের প্রথম জয়টা পেয়ে গেল তার দল। নকআউট ম্যাচে উত্তরণের একমাত্র উপায় জয় তুলে নেয়া। সেই ম্যাচে রোনাল্ডোর পা থেকে কোন গোল আসেনি। তবে তার নেয়া শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ড্যানিয়েল সুবাসিচ প্রতিহত করার পর রিকার্ডো কারেসমা লক্ষ্যভেদ করেন। সেই গোলেই শেষ পর্যন্ত শেষ আটে উঠে যায় পর্তুগাল। এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল তারা। এর কারণ পর্তুগীজদের দুর্ভেদ্য রক্ষণভাগ। রিয়ালে রোনাল্ডোর সতীর্থ লুকা মডরিচ এদিন প্রতিপক্ষ। কিন্তু ক্রোয়েশিয়ান তারকাও গোল পেলেন না। ক্রোয়েশিয়ার কোচ এ্যান্টে ক্যাসিচ হতাশ হয়ে বলেন, ‘ফুটবল খেলাকে আর সুন্দর বলতে পারছি না। কারণ অনেকগুলো সুযোগ তৈরি করে এবং ম্যাচের অধিকাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণ রেখেও জিততে পারিনি। সেরা দল সবসময় জেতে না এবং সেটা আরেকবার ঘটল। তবে ফাইনালে ওঠার ক্ষেত্রে আমার ফেবারিট পর্তুগাল।’ এবারই প্রথম আন্তর্জাতিক কোন বড় আসরে খেলছে ওয়েলস। দলটির অন্যতম তারকা গ্যারেথ বেল। রোনাল্ডোর সঙ্গে রিয়ালেই খেলছেন বর্তমানে তিনি। এবার তার জন্য দারুণ গৌরবের বিষয় যে ব্রিটেনের সঙ্গে একীভূত থেকে না খেলে আলাদাভাবেই অংশ নিচ্ছে ওয়েলস। আর দলও উঠে গেল কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল পেয়েছেন বেল। কিন্তু নকআউট ম্যাচে এসে আর প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারলেন না। একমাত্র গোলটি করলেন গ্যারেথ ম্যাকোলি। উত্তর আয়ারল্যান্ড অবশ্য বেলকে আটকানোর জন্য পুরো সময়ই কঠোর পাহারা দিয়েছে। এ বিষয়ে বেল বলেন, ‘নর্দার্ন আয়ারল্যান্ড পরিস্থিতি এমন করেছে যে ভাল খেলা কঠিন হয়ে পড়েছিল। কোন সময়ই বল পায়ে আসার পর তেমন ফাঁকা পাওয়া যায়নি আশেপাশে।’
×