ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নতুন স্কেলেই ঈদ বোনাস পাচ্ছেন

প্রকাশিত: ০৫:৩১, ২৭ জুন ২০১৬

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা নতুন স্কেলেই ঈদ  বোনাস পাচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক-কর্মচারীরা অবশেষে নতুন বেতন স্কেলেই আসন্ন ঈদ বোনাস পাচ্ছেন। রবিবার অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নতুন স্কেলে বোনাস পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারীর মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়েছিল। আদেশ জারি করার পর শিক্ষক সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২৪১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৯৮৫ টাকা ব্যয় হবে উৎসব ভাতা দিতে। বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ৮০ হাজারের মতো শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারী কোষাগার থেকে পান। সেইসঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা। নতুন বেতন স্কেলে ঈদ বোনাস দেয়ার খবরে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকা শিক্ষক-কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এদিকে শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে আগেই জানিয়েছে, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ভাতা উত্তোলন করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিচালনা কমিটির জটিলতায় কোন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলনে সমস্যার সৃষ্টি হলে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে তা উত্তোলন করা যাবে। সংসদ সদস্যরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি থাকতে পারবেন না বলে আদালতের রায়ের প্রেক্ষিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিচালনা কমিটির সভাপতি ও অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হয়ে থাকে। সাংসদরা বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি পদে থাকা সংক্রান্ত সুপ্রীমকোর্টের সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা দিয়েছে। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গবর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯-এর ৬(খ) এবং ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী এই নির্দেশ দেয়া হয়।
×