ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নর ও পিউরইট নিয়ে এলো শেয়ারমিল ক্যাম্পেন

প্রকাশিত: ০৫:৪৫, ২৭ জুন ২০১৬

নর ও পিউরইট  নিয়ে এলো  শেয়ারমিল  ক্যাম্পেন

এবারের রমজানে নর ও পিউরইট এসেছে # ঝযধৎবধসবধষ ক্যাম্পেন নিয়ে, যার মূলমন্ত্র হলো সংযমের প্রকৃত রূপ বাস্তবায়ন। সংযমের এই মাসেই ইফতারের সময় উচ্ছিষ্ট হয় প্রচুর খাবার, অথচ একটু সচেতনতাই পারে এই অপচয় পরিহার করে সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিতে। এমনই বিষয়বস্তুকে ফুটিয়ে তুলতে প্রকাশিত হয়েছে এই ভিডিওটি: যঃঃঢ়ং://ুড়ঁঃঁ.নব/টঢ়সধন১এাঞম০ ভিডিওটির মাধ্যমে সবাইকে স্পিরিট অফ রামাদানে অংশগ্রহণ করতে এবং িি.িনফংঢ়রৎরঃড়ভৎধসধফধহ.পড়স এ একটি ফর্মের পূরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের কাছে তাদের ইফতার বিতরণ করার আহ্বান জানানো হয়েছে। নর এবং পিউরইট টিম ইফতার প্রদানকারী সেই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে এবং সুবিধাবঞ্চিত মানুষের কাছে ইফতার পৌঁছে দিচ্ছে। এই বছর এই ক্যাম্পেনের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের মাঝে ২৫ হাজার ইফতারি বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে। এই ক্যাম্পেনে খাবার বিতরণে সহায়তার জন্য একই সঙ্গে কাজ করছে অভাবগ্রস্তদের উপকারে সক্রিয়ভাবে কার্যকর একটি সেচ্ছাসেবক সংগঠন, যার নাম ‘বিদ্যানন্দ’। ইতোমধ্যেই এই ক্যাম্পেন হাজারো মানুষের মন জয় করে নিয়েছে কারণ স্পিরিট অফ রামাদান বরাবরের মতোই খাদ্যের সুষ্ঠু বণ্টনের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।Ñবিজ্ঞপ্তি
×